জাতীয় পার্টির গণঅনশন বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার: দেশের চলমান সহিংস রাজনীতির প্রতিবাদে জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠিতব্য গণঅনশন কর্মসূচি গতকাল মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার পালন করা হবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এ অনশন কর্মসূচি পালন করবে। গণ অনশন কর্মসূচিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অংশগ্রহণ করবেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু পার্টির সর্বস্তরের নেতাকর্মীদেরকে এই গণ-অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গণঅনশন কর্মসুচি ঘোষণা করা হয়েছিলো।