মাথাভাঙ্গা মনিটর: চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছেন। খোকা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অকালে ঝরে গেলো কোকোর প্রাণ। এ মৃত্যুর দায় সরকার কখনও এড়াতে পারবে না। তিনি আরো বলেন, রাজনৈতিক নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কোকোর গায়েবানা জানাজায় অংশ নেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন খোকা। এতে ইমামতি করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। মোনাজাতে কোকার রুহের মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়। গায়েবানা জানাজা শেষে সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, রাজনীতির ধারেকাছেও ছিলেন না কোকো। তবুও সরকারের বহুমুখী ষড়যন্ত্রের মুখে ছিলেন। এ অবস্থায় তার মায়ের ওপর সরকারের অকথ্য আচরণে কোকো এতটাই ভেঙে পড়েন যে, এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলেই ঢলে পড়লেন।