কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রানদীর পাড় থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার হয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার সকালে পৌরসভার বলিদাপাড়া এলাকার চিত্রানদীর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনে। স্থানীয়রা জানায়, যুবকটি ওই এলাকায় মানসিক রোগীর মতো চলাচল এবং হিন্দি ভাষায় কথা বলতো। গত রোববার রাতে সে নদীর পানিতে পড়ে গেলে এলাকাবাসী দেখে তাকে উদ্ধার করে শুকনো কাপড় পরিয়ে দিয়ে রেখে দেয়। গতকাল সোমবার সকালে তার মৃতদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল সোমবার সকালে চিত্রানদীর পাড়ে মৃত এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল বলিদাপাড়া সংলগ্ন নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে। তিনি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। যুবকটি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলো বলে শুনেছেন। তবে এটি সাধারণ মৃত্যু কি-না তা ময়নাতদন্ত করে নিশ্চিত করা যাবে। অজ্ঞাত ব্যক্তির লাশ ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।