ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

ঝিনাইদহ অফিস: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে শৈলকুপা থানা পুলিশ। শৈলকুপা থানার ওসি এমএ হাশেম খান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও শৈলকুপা থানা সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে ওমর ফারুক বোয়ালিয়া বাজারে একটি সেলুনের দোকানে বসে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। শৈলকুপা থানা পুলিশের হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে।

শৈলকুপা থানার ওসি এমএ হাশেম খান বলেন, ওমর ফারুকের বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন নাশতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ওমর ফারুকের বাসা শৈলকুপা উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। তার নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পাঁচটি মামলা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা গেছে।

এদিকে ওমর ফারুককে গ্রেফতারের প্রতিবাদে বুধবার কুষ্টিয়া, ঝিনাইদহ জেলা শহর ও ক্যাম্পাস এলাকায় ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।

Leave a comment