আলমডাঙ্গা বাদেমাজু আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। গতকাল সোমবার আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন কর্তৃক বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলমের পরিচালনায় খেলাটি সম্পন্ন হয়। বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম ইখতিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন ডাউকি ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী, ওয়াজেদ আলী, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম, অত্র স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন। বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মজিবর রহমান, ডাউকি সভাপতি নুরুল মসলেম, পোয়ামারী সভাপতি লাল চাঁদসহ ডাউকি ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিবৃন্দ।