আলমডাঙ্গা ব্যুরো: ১৫ দিনের ব্যবধানে আবারও আলমডাঙ্গা শহরে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র গত রোববার দিনগত রাতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা জিপির স্টেশন রোডস্থ বাড়ির গেটের তালা ভেঙে ২টি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। গত ১ মাসের ব্যবধানে আলমডাঙ্গা শহর থেকে ৮টি মোটর সাইকেল চুরি হয়েছে।
জানা গেছে, গত রোববার রাতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা জিপির আলমডাঙ্গা শহরের স্টেশনপাড়ার বাড়ির গেটের তালা ভেঙে সঙ্ঘবদ্ধ চোরচক্র ২টি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার-১৩৫ সিসি ১টি ও অন্যটি প্লাটিনাম ১০০ সিসি (চুয়াডাঙ্গা হ-১১-৪৪০১)। এ চুরির ঘটনায় আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।