স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী বারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক বারের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলামের উপস্থাপনায় দোয়া অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক বারের সভাপতি আব্দুল ওহাব মল্লিক, যুগ্ম আহবায়ক ও বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল ও সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
অন্যান্যোর মধ্যে বারের সহসভাপতি মনসুর উদ্দীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মানি খন্দকার, সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিম, সিনিয়র আইনজীবী মনিরুজ্জামান, সাবেক পৌর চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক রফিউর রহমান, সাবেক জিপি মহসিন আলী, সাবেক পিপি শাহ আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আসাদুজ্জামান গণি, আ.স.ম আব্দুর রউফ, মইন উদ্দিন,আব্দুল খালেক, আব্দুল মজিদ ও নাজমুল হাসান লাভলুসহ বারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।