জীবননগর ব্যুরো: জীবননগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজ (১৫) ও মোফাজ্জেল (৪২) নামের দু মোটরগ্যারেজ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার পাইলট হাইস্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হাফিজকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জীবননগর-কালীগঞ্জ সড়কের পাইলট হাইস্কুলের সামনে বেপরোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক হাফিজ ও গ্যারেজ মিস্ত্রি মোফাজ্জেল দুর্ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন। আহতদের মধ্যে তেঁতুলিয়া গ্রামের দুলালের ছেলে মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি হাফিজ রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।