বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যূতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গায়েবানা জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর সাহিত্য পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু আলা সামছুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গায়েবানা জানাজায় জেলা বিএনপির পক্ষ থেকে সকল স্থরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ জনসাধরণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। জেলা বিএনপির অন্তর্গত অন্যান্য উপজেলা ও পৌরসভা ইউনিটগুলো স্ব স্ব অবস্থানে একই দিনে গায়েবানা জানাজা আয়োজনের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।