স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সৌদি সরকার শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের জন্য তাদের শ্রমবাজার উন্মুক্ত করতে যাচ্ছে। শ্রমিকদের খরচ নিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রমবাজার খুলে যাওয়ার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে একজন শ্রমিকের ১৫ থেকে ২০ হাজার টাকার বেশি খরচ হবে না। চাকরিদাতা লেভি, ভিসা, যাতায়াত এবং মেডিকেলসহ অন্যান্য খরচ বহন করবে। পাশাপাশি মালয়েশিয়া যেতে নিবন্ধিত শ্রমিকরাও সৌদি আরব যেতে পারবেন। শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, কর্মী পাঠানো শুরু করার বিষয়ে সৌদি আরবের টেকনিক্যাল এক্সপার্টসহ একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে, সেখানে চূড়ান্তভাবে সবকিছু ঠিক করা হবে। দক্ষ শ্রমিকরাই সৌদি আরব যেতে সুযোগ পাবেন জানিয়ে মন্ত্রী বলেন, সব সেক্টরেই তারা লোক নিবে। ইন্টারভিউ নিয়ে শ্রমিক নেয়া হবে, যদি তারা ৫০০ শ্রমিক চায় তাহলে আমরা ১৫০০ শ্রমিক দেবো। তিনজন থেকে তারা একজন বাছাই করে নেবে। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ওপর গত সাত বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে বলে সম্প্রতি জানায় সৌদি আরব সরকার। সরকারি হিসাবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত। ২০০৮ সালে নিষেধাজ্ঞা আরোপের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় দেড় লাখ শ্রমিক নিতো সৌদি আরব।