মাথাভাঙ্গা মনিটর: এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। স্বাগতিকরা ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ষষ্ঠ ওয়ানডে জিতেছে ১২০ রানে। আর সেই সাথে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ এ লিড নেয়ার সাথে জিতলো কিউইরা। এক ম্যাচ বৃষ্টিতে হয়েছে বাতিল। আর এদিন টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩১৫ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে ১৯৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৪০ রান করেছেন কোরে এন্ডারসন। এরপর উইকেট শিকার করেছেন ৪টি। তাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এন্ডারসন। রানের দিক দিয়ে নিউজিল্যান্ড এদিন যথেষ্টই ভাগ্যবান। কিন্তু ভাগ্য একটা সময়ে ছেড়ে যায় কেন উইলিয়ামসন ও রস টেইলরকে। তৃতীয় উইকেটে দলকে ১১৭ রান দিয়েছে উইলিয়ামসন ও টেলরের জুটি। কিন্তু দুজনেই নার্ভাস নাইন্টিজে আউট হয়েছেন, সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। প্রথমে ৯৭ রানে আউট হয়েছেন উইলিয়ামসন। এরপর টেলর ৭৮ রানের জুটি গড়েছেন কোরে এন্ডারসনের সাথে। এন্ডারসন ৪০ রান করে বিদায় নেবার পরও ব্যঅট করেছেন টেলর। দলের ২৮১ রানের সময় দিলশানের বলে আউট হবার সময় টেলরের রান ৯৬। এমন ভাগ্যবিড়ম্বনার মাঝেই বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড দল।