মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায়ও মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বিষয়ে মাইকিং করা হয়। একই সাথে সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের সমস্ত কাগজপত্র সাথে রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম সাংবাদিকদের জানান, ২০ দলীয় জোটের অবরোধে দেশব্যাপি নাশকতা ঠেকাতে গত ২২ জানুয়ারি ওই নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী মাইকিং করা হয়েছে। আজ সোমবার থেকে জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চেকিং অভিযান চালানো হবে। তাই মোটরসাইকেল চালকদের লাইসেন্সসহ গাড়ির সকল কাগজপত্র এবং হেলমেট রাখতে বলা হয়েছে। এর অন্যথায় ঘটলে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।