মহেশপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এমপি নবী নেওয়াজের চেক হস্তান্তর

 

মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে মহেশপুর তার নিজ কর্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় চার লাখ টাকার চেক বিতরণ করেন এমপি নবী নেওয়াজ। এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। উপস্থিত ছিলেন- আব্দুল হক মাস্টার, সাবেক কাউন্সিলর মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ। গত ৫ জানুয়ারি ২০১৪ নির্বাচনী সহিংসতায় আ.লীগের ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারের মধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।