মাথাভাঙ্গা মনিটর: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরমাণু চুক্তি সই হয়েছে। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ চুক্তিতে সই করেন। ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউস গার্ডেনে বেলা সোয়া তিনটার দিকে ওবামা ও মোদির দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল রোববার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে এ সময় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরকে কেন্দ্র করে ভারতজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। আজ সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন বলেও কথা রয়েছে। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে মঙ্গলবার তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা ছিলো মি. ওবামার। ওবামার তাজমহল দর্শনকে কেন্দ্র করে আগ্রায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত তাজমহল দর্শন কর্মসূচি বাতিল করা হয়েছে। কিন্তু নতুন বাদশাকে সম্মান জানাতে তার সৌদি আরব যাওয়ার নতুন সফর-সূচি অন্তর্ভুক্ত হওয়ায় ওই পরিকল্পনা বাদ দেয়া হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মোদির আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট ওবামা বিশ্বজুড়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে স্বীকৃতি দিলেন।