দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠানে এমপি টগর

নতন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। অপরদিকে মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন।

দামুড়হুদা অফিস/প্রতিনিধি জানিয়েছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর লড়াই সংগ্রামের পর বর্তমানে এদেশ ঘুরে দাঁড়িয়েছে। ২০০৮ সালেও দেশে যে খাদ্য ঘাটতি ছিলো তা বর্তমানে আর নেই। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুত দেয়া হবে। আর আমি আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যাচ্ছি ২০১৮ সালের মধ্যেই আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে বিদ্যুত পৌছে দেবো। বর্তমান সরকার এ মাসে একবারে ৩২ কোটি বই বিতরণ করেছেন যা পৃথিবীর কোনো দেশে এ নজির নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা আজ অনেকটাই বাস্তবায়িত হয়েছে এবং দেশের মানুষ এর সুফলও ভোগ করছে। গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুলের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং জেএসসিতে ভালো ফলাফলকারী কৃতী ছাত্রদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ, ব্যাজ পরিধান করানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র বায়েজীদ বোস্তামি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। প্রধান অতিথিকে শ্রদ্ধাঞ্জলি জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম মিলন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদের। ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ইমতিয়াজ হোসেন। বিদায়ী ছাত্রদের উদ্দেশে দশম শ্রেণির ছাত্র নাসিম রেজা, বিদায়ী ছাত্রদের মধ্যে রাকিব হাসান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন, একরামুল মেম্বার, মুনছুর আলী, শামসুল ইসলাম, হাসিনা খাতুন, যুবলীগ নেতা হাশেম মেম্বার, রাশেদুল মেম্বার, ফয়সাল মেহমুদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজিং কমিটির সদস্য এম নুরুন্নবী।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (বিএ) মাদরাসার ২০১৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি যুবলীগ নেতা আ. সালাম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মাও. আ. আজিজ, ডা. আবুল কাশেম, জাহিদুর রহমান মুকুল, শিক্ষক আলী হোসাইন, শহিদুল্লা, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, সহিদুল হক, বিল্লাল হোসেন ও জহিরুল ইসলাম।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠান গতকাল রোববার সকাল ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হামিদুল আলম, জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, ডা. সুরাইয়া পারভীন ও ডা. শিহাব উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুল ইসলাম। বরণসহ কৃতী শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এদিকে সকাল ১০টার দিকে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের নবাগত ছাত্রছাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এসএমসি কমিটি সভাপতি আশরাফ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন- মুজিবনগর ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও হাবিবুর রহমান মাস্টার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়জুল কবির।

মুজিনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানে প্রধান ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেকাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পাটির সম্পাদক কামরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আস্কার আলী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিনারুল ইসলাম, পরিচালনা কমিটি সদস্য হাবিবুর রহমান, আশাদুল ও কেচমত আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজিয়া সুলতানা ও মোস্তাকিন।