নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি টগর
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি পদে আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে স্বরুপ কুমার দাস নির্বাচিত হয়েছেন। এ কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দর্শনা পুরাতন বাজারস্থ এমপি টগরের বাসবভনে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় এমপি টগর বলেন, শিক্ষকরাই পারেন কোমলমতি শিশুকে সুশিক্ষার আলোকে গড়ে তুলতে। সেই সাথে আধুনিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন তা করার ব্যাপারে আমার আন্তরিকতা থাকবে। এ সময় উপস্থিত দামুড়হুদা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন, সহসভাপতি কুতুব উদ্দীন, কামাল উদ্দীন, রেজানুর, সাধারণ সম্পাদক স্বরুপ কুমার দাস, যুগ্মসম্পাদক খন্দকার আফরুজ্জামান, আকবর আলী, সাংগাঠনিক সম্পাদক ইয়াস নবী, হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক জান মোহাম্মদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, নারায়ন চন্দ্র দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান, সহপ্রচার সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।