দামুড়হুদায় শিক্ষক আ. সাত্তারের ইন্তেকাল

দামুড়হুদা অফিস: দামুড়হুদা মাদরাসাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আ. সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন)। গতকাল রোববার বেলা ১২টায় নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।