দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রুবেল (২৪) নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল রোববার দুপুরে দর্শনা বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই ফেনসিডিল ব্যবসায়ীকে উপজেলার ঈশ্বরচদ্রপুর গ্রামের মাঠ থেকে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের কার্যালয়ে তাকে হাজির করলে তিনি ওই ফেনসিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সে চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।