দামুড়হুদায় ভুট্টাবোঝাই ট্রাক উল্টে ড্রাইভারসহ ৩ জন আহত

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার উপজেলার নতিপোতায় ভুট্টাবোঝাই ট্রাক উল্টে ড্রাইভারসহ ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার নতিপোতা সড়কের বাবুর আলীর বাড়ির সামনে ভুট্টাবোঝাই ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৬-৭৩২৭) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ভৈরব নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় ড্রাইভারসহ ট্রাকে থাকা ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, দামুড়হুদার উপজেলার দলকা লক্ষ্মীপুর থেকে ভুট্টাবোঝাই করে দর্শনা যাওয়ার পথে নতিপোতা গ্রামের বাবুর আলীর বাড়ির সামনে পৌঁছুলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ভৈরব নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ড্রাইভারসহ ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনসাধারণ আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহতরা হলেন- উপজেলার কোমরপুর গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে রমজান (৪০), মৃত ওয়ারেশ মণ্ডলের ছেলে আব্দার (৪৫), মৃত নুরু মণ্ডলের ছেলে আলী হোসেন (৪২) ও ট্রাক ড্রাইভার দর্শনা রামনগর গ্রামের মৃত নুর আলীর ছেলে নাজাত (১৬)। আহতরা মাথায়, বুকে ও পিঠে গুরুতর আঘাত পান। তবে আলী হোসেন বমি করলে পরবর্তীতে স্থানীয় জনসাধারণ তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ট্রাক ড্রাইভার নাজাত জানান, আমি মূলত গাড়ির হেলপার। প্রকৃত ড্রাইভার জুবায়ের অন্য জায়গায় ভাড়ায় গেছে এবং আমাকে দায়িত্ব দিয়েছে। গাড়িমালিক দর্শনার মিলনকে খবর দেয়া হয়েছে।