জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে রায়হান উদ্দিন নির্বাচিত হয়েছেন। দলিল লেখক সমিতির সভাপতি দাউদ হোসেনের পদত্যাগের ফলে গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে সেন্টু মিয়া, সহসাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে আকিমুল ইসলাম, বাহাউদ্দিন, রফিকুল ইসলাম পিন্টু, মিনাজুল হক, বজলুর রহমান ও আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।