চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত : ৫ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল রোববার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান, ফারজানা খানম ও সৈয়দা নাফিস সুলতানা। চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন দোকান খোলা রাখার অপরাধে মিতা টেইলার্সের মালিক হাসান বকুলকে দু হাজার টাকা জরিমানা, জোনাকি টেইলার্সের মালিক মন্টুকে ১ হাজার ৫শ টাকা, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পৌর কলেজেপাড়ার নিউ চুয়াডাঙ্গা মবিল সেন্টারের মালিক আলমগীর হোসেনকে বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স না করেই প্রকাশ্য বোতলে পেট্রোল বিক্রির অপরাধে ৭ হাজার টাকা জরিমানা, ডিলিংস লাইসেন্স না করেই ডিজেল, মবিল, পেট্রোল মজুদ ও বিক্রির অপরাধে ইনসাফ ট্রেডার্সের মালিক মোস্তফা শাকিলকে ৩ হাজার টাকা এবং নীলমণিগঞ্জ বাজারের মেসার্স জোয়ার্দ্দার ট্রেডার্সে মালিক হিটলারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে জরিমানার টাকা আদায় করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম ও সদর থানা এসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।