চুয়াডাঙ্গায় আভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপি আভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী। এ সয়ম উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ-১ আদালতের বিচারক নাজির আহমেদ, অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন, যুগ্ম জেল জজ-২ আদালতের বিচারক আব্দুর রহিম, সিনিয়র সহকারী জজ সরদার সাজ্জাদ হোসেন, সহকারী জজ সাজেদুর রহমান, মানিক শাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মো. তৈয়ব আলী, আব্দুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা মহাসিন আলী, আব্দুর রশিদ, ইউনুচ আলী, নাজির আব্দুস সেলিম, পেশকার জহুরুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ। ৩ দিনের ব্যাডমিন্টন, কেরাম, দাবা ও লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a comment