গাংনীর হেমায়েতপুরে মেলা উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ষোলটাকা ইউপি চেয়ারম্যান আয়ুব আলী। হেমায়েতপুর-গজারিয়া হেমায়েতপুর খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার আলী। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, জেলা যুবলীগ সহসভাপতি গোলাম সাকলায়েন ছেপু, আল ফারুক, স্বেচ্ছাসেবলীগ সভাপতি রবিউল ইসলাম, রাইপুর ইউপি আ.লীগ সভাপতি ইছার উদ্দীন, ইউপি যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, ইউপি ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আসাদুল হক, সাবেক সভাপতি নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুল হান্নান ও বকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি যুবলীগ সম্পাদক রবিউল ইসলাম রবি। মাসব্যাপি ওই মেলায় সার্কাস, ৱ্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।