কেরুজ মাসুদ সংগঠনে দোয়া অনুষ্ঠানে এমডি আজিজুর রহমান

চিনিকল রক্ষায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সংগঠনে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন সংগঠনের কর্ণধার ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে আলোচনাকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান বলেন, এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের উন্নয়ন সাধনে শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিজেদের মধ্যে সকল দ্বন্দ্ব ভুলে চিনিকলের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আপনাদের। অতিথি ছিলেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যস্থাপক (প্রসাশন) মনোয়ার হোসেন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি তৈয়ব আলী, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, বর্তমান পরিষদের সহসভাপতি রেজাউল করিম, ফারুক আহম্মেদ, সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, হাজি ফজলুর করিম, হাজি আকমত আলী, হাজি হারুন অর রশিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন- দর্শনা রেলবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাজি মাও. মুফতি গোলাম কিবরিয়া, শান্তিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. কাজি রফিকুল ইসলাম, কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মাও আ. খালেক।