আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বভার বণ্টন

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলার পরিষদ হলরুমে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রের দায়িত্বভার বণ্টন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রসচিব, সহকারী সচিব ও হল সুপারের দায়িত্বভার বণ্টন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসা দীনেশ চন্দ্র পালের পরিচালনায় উপজেলার সকল মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকদের সর্বস্মতিক্রমে আলমডাঙ্গা বহুমুখি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পান রবিউল ইসলাম খান, সহসচিব আনোয়ারুল ইসলাম সাগর ও হলসুপার আব্দুল গনি। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিবের দায়িত্ব পান পূর্ণিমা রাণী শাহা, সহসচিব মতিয়ার রহমান, হলসুপার আব্দুল হান্নান, মুন্সিগঞ্জ একাডেমী কেন্দ্রের কেন্দ্রসচিবের দায়িত্ব পান তাইজেল হোসেন, মুন্সিগঞ্জ বালিকা উপকেন্দ্রের উপসচিব শ্রী শঙ্কর পাত্রে, হলসুপার ফরিদ উদ্দিন, হাটবোয়লিয়া কেন্দ্রের কেন্দ্রসচিবের দায়িত্ব পান সহমাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াইল হক, হলসুপার জালাল, হাটবোয়ালিয়া বালিকা উপকেন্দ্রের উপসচিব ইয়াকুব আলী মাস্টার, হলসুপার মিজানুর রহমান।

Leave a comment