আরো একটি মামলায় শোনঅ্যারেস্ট দেখিয়ে দুদুর ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ

স্টাফ রিপোর্টার: শামসুজ্জামান দুদুকে আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মিরপুর থানার পর রূপনগর থানার পৃথক মামলায় শোনঅ্যারেস্ট দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে রিমান্ড শুনানি হতে পারে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামজ্জামান দুদুকে গত ১১ জানুয়ারি রাতে গ্রেফতার করা হয়। মিরপুর থানা পুলিশ তাকে নাশকতা মামলায় গ্রেফতার করে। পরদিন আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে। ৫ দিন রিমান্ড মঞ্জুর করা হলে তাকে থানায় নিয়ে জিজ্ঞসাবাদ শেষে গত ১৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়। ওইদিন তাকে কেন্দ্রীয় জেলহাজতে নেয়া হলেও পরদিন নেয়া হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ২ নং সেকশনে। সেখানেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকনসহ অনেকে। একই সাথে রাখা হয়েছে শামসুজ্জামান দুদুকে। তাকে ঢাকার রূপগঞ্জ থানা পুলিশ পৃথক একটি নাশকতা মামলায় শোনঅ্যারেস্ট দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। আজ সোমবার রিমান্ড শুনানি। মঞ্জুর হলে রুপগঞ্জ থানায় নিয়ে শামসুজ্জামান দুদুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে।