মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা সফরে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৬০ রানে হারিয়েছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা রয়েছে। আজ রোববার হবে পঞ্চম ও শেষ ওয়ানডে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করে আসে নাজমুল হোসেন ও জাকির হাসানের ব্যাট থেকে। নাজমুলের ৭১ বলের ইনিংসটি ৪টি চারে সাজানো। জাকিরের ৬৬ বলের ইনিংসটি ২টি ছক্কা সমৃদ্ধ। এছাড়া শাহানুর রহমান ৪২, জয়রাজ শেখ ৩০ ও সাইফ হাসান ২৯ রান করেন। শ্রীলঙ্কার দুভিন্দু তিলকারত্নে ৪৪ রানে তিন উইকেট নেন। জবাবে ৪৬ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫০ রান করেন ভিশাদ রানদিকা। ৪৬ রান আসে মালিঙ্গা অমরাসিংহের ব্যাট থেকে। এছাড়া দু অঙ্কে পৌঁছান কেবল অভিশকা ফার্নান্দো (৩৭)। বাংলাদেশের মেহেদি হাসান ও আব্দুল হালিম দুটি করে উইকেট নেন।