মেহেরপুর কিডস ওয়ার্ল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর কিডস ওয়ার্ল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের ক্যাশবপাড়ামাঠে অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ ও কিডস ওয়ার্ল্ড’র পরিচালক ফজলুল হক মন্টু উদ্বোধন করেন। এ সময় কিডস ওয়ার্ল্ডের অধ্যক্ষ ফারুক হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ৩০টি ইভেন্টে ১০০ জনকে এবং ক্লাসের শ্রেষ্ঠস্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। আগামী ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।