মেহেরপুরে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বাড়ির গেটের সামনে থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। মেহেরপুর সদর থানা পুলিশ শুক্রবার মধ্যরাতে কুতুবপুর গ্রামের রাজনের বাড়ির সামনে থেকে ওই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে মেহেরপুর থানায় নেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজনের বাড়ির গেটের সামনে ও জানালার নিকট থেকে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নেয়। পানিভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনকে ভয় দেখানোর জন্য ওই বোমা সাদৃশ্য বস্তুগুলো রাখা হয়ে থাকতে পারে

Leave a comment