স্টাফ রিপোর্টার: অবরোধে নাশকতাকারীদের তথ্য দিয়ে সহযোগিতাকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার বেলা সাড়ে ১১টায় র্যাবের হেড কোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ এ ঘোষণা দেন। র্যাবের ডিজি বলেন, দেশে একটি গোষ্ঠীর নির্দেশে বিভিন্ন স্থানে বোমা হামলা ও গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এই নাশকতা ও হত্যাকারীদের নির্দেশদাতা ও হামলাকারীদের বিষয়ে তথ্য ও তাদের আটকে সহযোগিতাকারীরা পুরস্কার পাবেন। তিনি বলেন, নাশকতাকারীদের বিষয়ে তথ্য দেয়া, তাদের চিহ্নিত, হাতেনাতে আটক ও নিজেদের মোবাইলে তাদের ভিডিও ও ছবি ধারণ করে র্যাবের কাছে সরবরাহকারী যে কেউ এ পুরস্কার পাবেন। বেনজির আহমেদ বলেন, নাশকতাকারীদের অর্থযোগানদাতার সন্ধান দিতে পারলেও পুরস্কৃত করা হবে। তবে এসব বিষয়ে সহযোগিতাকারীদের তথ্য গোপন রাখার নিশ্চয়তাও দেন তিনি। পুরস্কারের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ থেকে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত ঘোষণা করা হয়। এদিকে যাত্রাবাড়িতে শুক্রবার রাতে বাসে হামলাকারীদের ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।