দামুড়হুদায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার লোকনাথপুর স্কুলমাঠে ইউনিয়ন পর্যায়ে রচনা, চিত্রাঙ্কন, সঙ্গীত, একক অভিনয়, দৌড়, ঝাঁপসহ মোট ১২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপি নানা প্রতিযোগিতা শেষে বিকেলে হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুর জাহান, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান খোকন, হোসনে জাহান শ্যামলী, ইউপি সদস্য নিজাম উদ্দিন, রিকাত আলী, শহিদুল ইসলাম, রহিমা পারভিন, শিক্ষক আশরাফ আলী, কুতুব উদ্দিন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক শফিকুল ইসলাম ও আক্তারুল হক।