ডিঙ্গেদহ প্রতিনিধি: শঙ্করচন্দ্র আন্তঃইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনের পরিচালনায় শঙ্করচন্দ্র ইউনিয়নের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেল ৪টায় অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শঙ্করচন্দ্র স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, শঙ্করচন্দ্র ইউপি সদস্য শওকত আলী। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।