টিপ্পনী

 

খবর:(দামুড়হুদায় লাশ দেখে ফেরার পথে নিজেই হলেন লাশ)

 

বাঁচার উপায় নেই আমাদের

বাঁচার উপায় নেই,

চলার পথে রক্ত ঝরে

হারিয়ে ফেলি খেই।

 

এক নসিমন মার্ডার করে

দেয় করিমন ফাঁসি,

আলমসাধুর গুঁতো খেয়ে

হয়ে গেলাম লাশই।

 

পাওয়ারটিলার ভটভটি যায়

অটো এবং লাটা,

পা ভাঙছে কাটছে মাথা

যাচ্ছে গলা কাটা!

 

-আহাদ আলী মোল্লা