চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় মামলা দায়ের : সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান
কঠোর নিরাপত্তায় জেলহাজতে প্রেরণ : প্রতিবাদে আজ চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলা মামলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস ও ওলামা দলের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে তার বাড়ির ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতারের আগে পুলিশ একই স্থান থেকে ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হোসেনকেও গ্রেফতার করে। অহিদুল ইসলাম বিশ্বাসের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে চুয়াডাঙ্গা থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। এ গ্রেফতারের প্রতিবাদে আজ রোববার চুয়াডাঙ্গা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। তবে গ্রেফতারের পর অহিদুল ইসলাম বিশ্বাসের ছবি সাংবাদিকরা তুলতে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান সাংবাদিকদের জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা শহরে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে তিনি পুলিশ নজরদারিতে ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২০ জানুয়ারি রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের অদূরে ১ নং পানির ট্যাঙ্কের নিকট পুলিশের গাড়িতে বোমা হামলা মামলায় পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই হামলায় গাড়িচালক জিন্নাহ আলী আহত হন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলায় পুলিশি হয়রানি গ্রেফতার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন অহিদুল ইসলামসহ নেতাকর্মীরা। এ সময় বেলা ১১টার দিকে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে অহিদুল ইসলাম বিশ্বাস ও ওলামাদলের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। পুলিশের ওপর বোমা হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এদিকে অহিদুল ইসলাম বিশ্বাসের গ্রেফতারের প্রতিবাদে আজ রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। হরতালের বিষয়ে জেলা বিএনপি প্রেসবিজ্ঞপ্তি দিতে না পারলেও দৈনিক মাথাভাঙ্গা দপ্তরে মোবাইলফোনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা নিশ্চিত করেছেন।
অন্যদিকে অহিদুল ইসলামকে গ্রেফতারের পর বিশৃঙ্খলারোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে দুপুরে শহরে নামানো হয় দু প্লাটুন বিজিবি।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা শহরে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এতে পুলিশভ্যানচালক কনস্টেবল খন্দকার জিন্নাত আলী রক্তাক্ত জখম হন। চুয়াডাঙ্গা জেলা যুবদল এক প্রেসবিজ্ঞপ্তিত জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস ও ওলামা দলের আহ্বায়ক মাও. আনোয়ার হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন ও সদস্য সাইফুর রশিদ ঝন্টু এক বিবৃতিতে জানিয়েছেন, এক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করে সরকার জনরোষ থেকে রক্ষা পাবে না। বরং আন্দোলন আরো তীব্র হবে।
বিবৃতিতে আরো বলা হয়, চুয়াডাঙ্গায় পুলিশের ওপর বোমা হামলা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে অহিদুল ইসলাম বিশ্বাস সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই পুলিশ লিগের কয়েকজন পেটুয়া সদস্য অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করে মিথ্যা ও বিভ্রান্তিকর মামলায় জেলহাজতে প্রেরণ করলো। চুয়াডাঙ্গায় পুলিশের ওপর বোমা হামলায় সরকার দলীয় লোকজন জড়িত বলেও বিবৃতিতে অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়। একই বিবৃতিতে কোকোর মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়।
জেলা ছাত্রদল এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতারের জন্য সরকারকে কঠিন পরিণতি ভোগ করে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর-জামান সিজার, যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, ফিরোজ সরোয়ার রোমান, মনজুরুল জাহিদ, শামীম হাসান টুটুল, জাহিদ মো. রাজীব খাঁন, সোহেল আহম্মেদ মালিক সুজন, জেডএম তৌহিদ খাঁন, খ.ম ইউসুফ ও মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার নির্যাতন ও খুন-গুম করে সরকারের শেষ রক্ষা হবে না।
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের চিহ্নিত কয়েকজন পুলিশের ওপর বোমা হামলা চালিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর দায় চাপাতে চাচ্ছে। একই বিবৃতিতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ছাত্রদল।
প্রতিবাদ বিবৃতি: কেন্দ্রীয় বিএনপির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা ডিউক হুদা। অহিদুল ইসলাম বিশ্বাসকে দ্রুত মুক্তির দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান সংগ্রাম এগিয়ে নিতে তিনি সকল বিএনপি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
অপরদিকে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছেন। তারা বিবৃতিতে জানান, অনির্বাচিত এ সরকার বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার ও নিপীড়ন-নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচার সরকারকে বিদায় নিতে হবে। অবিলম্বে অহিদুল ইসলাম বিশ্বাসসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান তারা।