জীবননগর গোয়ালপাড়া সীমান্তে বিজিবি ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া সীমান্ত থেকে ২০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে দিকে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ারের নির্দেশে নায়েক সৈয়দ আলী গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের একটি ভুট্টা ক্ষেতে ওঁৎ পেতে ছিল। এসময় ৩-৪ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৩টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে মাদক গুলো উদ্ধার করা হয়।

Leave a comment