চুয়াডাঙ্গা মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণসভা ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মৎস্য আড়ত প্রাঙ্গণে আড়তদার মালিক সমিতির সাধারণসভা ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি ইয়াকুব আলী মালিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকানমালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলুসহ চুয়াডাঙ্গা জেলা মৎস্য মালিক সমিতির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ২০০৮-২০১৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয় হিসাব পেশ ও চূড়ান্ত অনুমোদন করা হয়। কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটির মেয়াদ আগামী দু বছরের জন্য বৃদ্ধি করা হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১ ফেব্রুয়ারি থেকে চুয়াডাঙ্গা মাছের আড়ত দুপুর বেলা চালু করা হবে। বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মাছ বেচা-কেনা করা হবে।

Leave a comment