স্টাফ রিপোর্টার: জনগণের দোরগোড়ায় সেবা স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী করা হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিসি মুনিবুর রহমান। পরে মেলায় অংশগ্রহণকারী সরকারি দফতর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় সেরা স্টল দিয়ে প্রথম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বিতীয় ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় ইউএনডি আলমডাঙ্গা। ডিজিটাল রচনা প্রতিযোগিতা প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মুবাতাবিন রহমান, দ্বিতীয় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইয়াসির আরাফাত, তৃতীয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জাবিবা বিনতে জহির। বিষয় ছিলো আধুনিক যুগে কম্পিউটারের অবদান। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাঈদ সামিউল্লাহ, দ্বিতীয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী গোধুলী মতিন মেধা, তৃতীয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া। বিষয় ছিলো নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেবা সেন্টার। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আলমগীর হোসেন, দ্বিতীয় আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া পারভীন, তৃতীয় চুয়াডাঙ্গা করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আকিব সামি। বিষয় ছিলো মাল্টিমিডিয়া ক্লাসরুম/জাতীয় তথ্য বাতায়ন। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।