দর্শনা অফিস: দর্শনা রেলবাজারের ব্যবসায়ীদের সাথে দিনভর কুশল বিনিময় করেছেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি তৈয়ব আলী। গতকাল শনিবার সকাল থেকে তৈয়ব আলী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সঠিক ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য দোয়া চেয়েছেন। এই প্রথম কেরুজ শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচিত নেতা বাজারের ব্যবসায়ীদের সাথে কূশল বিনিময় করলেন। এ সময় তৈয়ব আলীর সাথে ছিলেন- ইউনিয়নের সহসভাপতি ফারুক আহম্মেদ, আ. বারী, আজিজুল হক প্রমুখ।