কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকল রক্ষার সার্থে, আখ থেকে উৎপাদিত চিনি বিক্রির লক্ষ্যে মিলের শ্রমিক কর্মচারী-কর্মকর্তা, আখচাষিরা মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মোবারকগঞ্জ চিনিকলের মেন গেট থেকে মৌন মিছিলটি শুরু হয়ে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেন বাসস্ট্যান্ডে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, মোবারকগঞ্জ চিনিকলে প্রশাসন ব্যবস্থাপক শহিদুল ইসলাম, কারখানা ব্যবস্থাপক নওশেরুজ্জামান, শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি রায়গ্রাম ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মসিউর রহমান স্বপন, শ্রমিক নেতা কবির হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচি থেকে মিলের চিনি বিক্রি বৃদ্ধি বাড়ানোয় সরকার, স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়।