মাথাভাঙ্গা মনিটর: ভারত সফরকালে তাজমহল পরিদর্শন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে মার্কিন নিরাপত্তা দল আগ্রা ত্যাগ করেছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শনিবার আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমার জানিয়েছেন, ২৭ জানুয়ারি আগ্রা আসার পরিকল্পনাটি বাতিল করেছেন ওবামা। উত্তর প্রদেশের মুখ্য সচিব নবনীত সেগাল জানান, মার্কিন নিরাপত্তা দল আগ্রা থেকে চলে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ আজ রোববার তিন দিনের সফরে ভারত আসছেন ওবামা। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওবামা। সফরের শেষ দিন ২৭ জানুয়ারি ওবামা ও মিশেলের তাজমহল দেখতে আগ্রা যাওয়ার কর্মসূচি নির্ধারিত। এখন বলা হচ্ছে, ওই পরিকল্পনাটি বাতিল করা হয়েছে। ওবামার ভারত সফরকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এ সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা আগ্রা শহর। নিরাপত্তার কারণেই ওই দিন সর্বসাধারণের জন্য বন্ধ করে দেয়ার কথা এ ইতিহাসপ্রসিদ্ধ সমাধিসৌধের দরজা। বিস্ট নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের অতি সুরক্ষিত লিমুজিন গাড়িটি ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছে। দিল্লিতে ওবামার নিরাপত্তার জন্য আমেরিকা থেকে আরো কয়েকটি বুলেটপ্রুফ লিম্যুজিন গাড়ি আনা হয়েছে। মোতায়েন হচ্ছে এক হাজার ৬০০ জন মার্কিন নিরাপত্তারক্ষী। প্যারেড চলাকালীন ৬টি মার্কিন যুদ্ধবিমান আকাশপথে চক্কর কাটবে। জানা গেছে, মিয়ানমার থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজও এজন্য আনা হচ্ছে। ১০ হাজার আধা-সামরিক বাহিনী ও ৮০ হাজার পুলিশ দিল্লির রাজপথে নামবে। আসন্ন সফর উপলক্ষে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে লাগাতার যোগাযোগ রেখে চলেছে আমেরিকান সিকিউরিটি ফোর্স।