আলমডাঙ্গায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো মিতা খাতুন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেলো মাধবপুর গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া মিতা খাতুন। আলমডাঙ্গা উপজেলার মাধবপুর মাঝের পাড়ার আতিয়ার রহমানের মেয়ে মিতা খাতুন (১৫) ১০ম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার বিয়ে ঠিক হয় উপজেলার পার এনায়েত গ্রামের প্রবাসী কাসেমের ছেলে মিঠুর (১৭) সাথে। গতকাল ছিলো বিয়ের দিন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বাল্যবিয়ে পড়ানোর সংবাদ পান। তিনি আলমডাঙ্গা থানা পুলিশকে দ্রুত ওই বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন। বিয়ে ঠিক পূর্ব মুহূর্তে থানার এএসআই জাবের ঘটনাস্থলে উপস্থিত হন। ফলে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেলো মিতা।