ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কৃতী ফুটবলার মামুন জোয়ার্দ্দার খেলবেন সোনালি অতীত ক্লাবের হয়ে। আজ রোববার বিকেল ৩টায় টাউনমাঠে অনুষ্ঠিত খেলায় মামুন জোয়ার্দ্দার খেলবেন তার সমসাময়িক ফুটবলারদের নিয়ে এবং বিপক্ষে লড়বে সোনালি অতীত ক্লাবের ফুটবল খেলোয়াড়রা। মামুন জোয়ার্দ্দারের চিরচেনা মাঠ চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠ। এ কৃতী ফুটবলারের হাতে খড়ি হয়েছিলো এ মাঠেই। তাই প্রবাস থেকে যখনই চুয়াডাঙ্গায় আসেন মামুন হোসেন জোয়ার্দ্দার তখনই তিনি নেমে পড়েন তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ফুটবল নিয়ে। তবে এবারের চুয়াডাঙ্গা সফরটি বেশিদিনের হওয়ায় তিনি চুয়াডাঙ্গার ফুটবল ও ফুটবলারদের নিয়ে বেশ কিছু প্লান ও পরামর্শ প্রদান করেছেন। মামুন জোয়ার্দ্দার তার সমসাময়িক সকল ফুটবলার ও ভক্তদের আজ বিকেলে টাউনমাঠে আসার আহ্বান জানিয়েছেন। আজকের প্রীতি ম্যাচের আয়োজক সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু।