শঙ্করচন্দ্র ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সোহরাব হোসেনের উদ্যোগে শঙ্করচন্দ্র দোয়ার পাড়ার ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় শঙ্করচন্দ্র দোয়ারপাড়ার মোড়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কামান্ডার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান। অতিথি ছিলেন ইউপি সদস্য শওকত আলী, ইউছুপ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেয়া হয়।