জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে প্রতিটি ইউনিয়নে ৫ সদস্য নিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত ইউনিয়ন আহ্বায়ক কমিটির মধ্যে সীমান্ত ইউনিয়নের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে জেলা কমান্ডারের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৬টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে গত শনিবার উপজেলা কমান্ডার সামসুল আলম ছাত্তারের সভাপতিত্বে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক কমান্ডার আতিয়ার রহমান। জীবননগর উপজেলা কমান্ডের সদস্য ও বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হয়। উথলী ইউনিয়নে আব্দুল মান্নান খান, আন্দুলবাড়িয়া ইউনিয়নে বজলুর রহমান, বাঁকা ইউনিয়নে আলাউদ্দীন, সীমান্ত ইউনিয়নে আনেছুর রহমান, হাসাদহ ইউনিয়নে মুছা হক মল্লিক ও রায়পুর ইউনিয়নে আবুল হোসেন মাস্টারকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।