মেহেরপুর অফিস: মেহেরপুর ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ সময় গতকাল শুক্রবার রাত ৯টা পর্যন্ত মোট দুটি পদের বিপরীতে ২৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের সভাপতি পদে গতবারের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপু একমাত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- মো. আমিনুল ইসলাম খোকন ও আবু ইউসুফ মিরন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে সোহেল আহমেদ ও সানোয়ার হোসেন, সহসভাপতি পদে আবুল কাশেম, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে সালেহীন ও মোবাইদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে তাজুল ইসলাম ও আলমগীর হোসেন, দপ্তর সম্পদ পদে আব্দুস সালাম, প্রচার সম্পাদক পদে সাফুয়ান আহাম্মদ রুপক, সমাজ কল্যাণ সাম্পাদক পদে শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বোরহানুল আজিম রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক রিয়াজুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাকিম, প্রহরা বিষয়ক সম্পাদক কামাল হোসেন এবং নির্বাহী সদস্য পদে হামিদুল ইসলাস, চিত্তরঞ্জন সাহা, রবিউল ইসলাম, মাসুদ আহমেদ আব্দুর রাজ্জাক, আশাদুজ্জামান ও শামীম রেজা।
মনোনয়নপত্র জমা দানকালে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল আমিনের হাতে প্রার্থীরা তাদের মনোনয়রপত্র জমা দেন। উপস্থিত ছিলেন ব্যবসয়ী সমিতির আহ্বায়ক আনোয়ারুল হক কালু ও নির্বাচন পরিচলানা কমিটির সদস্য মাহবুব চান্দু।