অবরোধের সমর্থনে মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: ২০ দলীয় জোটের ডাকা অবরোধের ১৮তম দিনে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৩৬ জন দগ্ধ হয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। গ্লোরি পরিবহনের ওই বাসটি গুলিস্তান থেকে ছেড়ে ডেমরা রানীমহল যাচ্ছিলো। এ সময় ওই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথচারীরা যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করেন। যাত্রাবাড়ি থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটক করা যায়নি। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে সন্ধ্যায় কমলাপুরের মানিকনগর ডিপোতে রাখা একুশে পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেয় পিকেটাররা। এছাড়া রাত ৮টার দিকে মানিকনগর কাঁচাবাজার এলাকায় সুপ্রভাত পরিবহনের আরেকটি বাস, সন্ধ্যা ৬টায় রামপুরা টিভি ভবনের সামনে একটি কাভার্ড ভ্যান, রাত সাড়ে ৮টায় গাবতলীতে রূপকথা পরিবহনের একটি বাস এবং ৯টায় মালিবাগ চৌধুরী পাড়ায় বন্ধু পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে গতকাল দপুরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এ সময় উপাচার্য ভবনের ভেতর ছিলেন। রাত ৯টার দিকে ঢাকা উদ্যানের পাশে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে চাম্পিয়ন মিনিবাসের হেলপার গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বোমার স্প্লিন্টারে তার মাথায় আঘাত লেগেছে। একই সময়ে নিউ মার্কেট ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অপরদিকে রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমায় শিশুসহ ১৫ জন যাত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তানোর উপজেলা সদরের ব্র্যাক মোড়ে এ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধদের গুরুতর অবস্থায় প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর দগ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় ইয়া রাব্বি (ঝিনাইদহ-জ-০৪-০০০৮) নামের বাসটি ভস্মীভূত হয়।
বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকায় ফার্নিচার বোঝাই একটি ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় চালকসহ তিনজন এবং দিনাজপুরে দুটি ট্রাকে ছোড়া পেট্রলবোমায় চালকসহ চারজন দগ্ধ হয়েছেন। রাজশাহী নগরীতে নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যেই ঢাকাগামী গাড়িবহরে তাণ্ডব চালিয়েছে অবরোধকারীরা। তাদের পেট্রলবোমা ও ঢিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি যানবাহন। এতে আহত হয়েছে তিনজন। সিলেটে গান পাউডার ছিটিয়ে যাত্রীবাহী দুটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে অবরোধের ১৮তম দিনেও সড়ক-মহাসড়কে দুরপাল্লার যান চলাচল ছিলো একেবারেই নগন্য। ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চললেও যাত্রীর সংখ্যা ছিলো কম। রাতে চট্টগ্রামের চক বাজার থানার ভেতরে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের ১৭তম দিন ছিলো গতকাল। অবরোধের মধ্যেই এ দিন ঢাকা ও খুলনা বিভাগ এবং বগুড়া জেলায় হরতালও পালন করে দলটি।
মেহেরপুর অফিস জানিয়েছে, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোট গতকাল শুক্রবার মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৯টায় কাথুলী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন নেতৃত্ব দেন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৮তম দিনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবরোধের সমর্থনে সকালে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান নেতৃত্বে ঝিনাইদহ উজির আলী স্কুলের সামনে থেকে একটি মিছিল শহরের এইচএসএস সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার ঘোষিত ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন।