স্টাফ রিপোর্টার: রাজধানীতে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই তরুণীর নাম নাম সানজিদা আক্তার ওরফে সিদরাতুল মুনতাহা (২১)। জানা গেছে, সানজিদা সানজিদা ধানমণ্ডি থানার ৫ নম্বর সড়কের একটি বেসরকারি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা। রমনা থানা সূত্রে জানা যায়, চলতি মাসের ২০ তারিখ সাঈদ ইবনে মাসুদ নামের এক ব্যক্তি থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রধানমন্ত্রী ও তার ছেলেকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা হচ্ছে। তিনি এ ঘটনা জানতে পেরে বিটিআরসিসহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় ওই আইডি নিয়ে খোঁজখবর নেন। এ ঘটনায় সানজিদা ও গোফরান মিয়া নামের দুজন জড়িত বলেও মামলায় উল্লেখ করেন।