দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দহুদা গ্রাম থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই জামাল হোসেন গোপন সংবাদ পেয়ে গোবিন্দহুদা গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে গর্তের ডাঙ্গা থেকে পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ওই ককটেল দুটি উদ্ধার করেন। এলাকার নিরীহ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল দুটি ওখানে ফেলে রাখে বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান।