দর্শনা অফিস: দর্শনা রেলবাজার দোকানমালিক সমিতির নবনির্বাচিতরা শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাজি আজির বক্স। উপস্থিত থেকে আলোচনা করেন- কমিশনের সদস্য হাজি আকমত আলী, হাজি জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম উলুম, সাংবাদিক হানিফ মণ্ডল, সৈয়দ মজনুর রহমান, হাজি ফজলুর করিম, হাজি নুরু মিয়া, হাজি হাফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর রবিউল হক সুমন প্রমুখ। পরে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাজি আজির বক্স ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সহসভাপতি আনোয়ার হোসেন রতন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সহসাধারণ সম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য হাফিজ মল্লিক, হাবিব শিকদার, মোজাম্মেল হক বাবু, আব্দুল আলীম, জামাল উদ্দিন, আ. করিম ও শরীফ উদ্দিন। পুনরায় নির্বাচিত সভাপতি তোফাজ্জেল হোসেন বিশেষ কারণে দর্শনায় না থাকায় শপথ গ্রহণে উপস্থিত হতে পারেননি।