টিপ্পনী

 

খবর:(স্ত্রী পরকীয়ায় প্রাণ গেলো এসআই আকরামের)

 

বউ নাকি সে নষ্ট গুড়ের খাজা

ঘর সংসার করলো ভাজা ভাজা

পথে পথে দুলিয়ে বেড়ায় মাজা।

 

ভাল্লাগে না একলা ঘরে থাকা

বাড়ি টাড়ি একটু হলে ফাঁকা

অভ্যাস তার ঘরে প্রেমিক ডাকা।

 

ভাব-নচ্ছন কিংবা মতিগতি

তাতে করে এই সমাজের ক্ষতি

কিন্তু সাজে বড্ড রকম সতী।

 

ঘাতক বিবি কতল করে স্বামী

এমন কথা শুনে সবাই ঘামি

বিয়ে করা খুব বড় পাগলামি!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment